আলো ভরা সুন্দর ভুবনে
হাত বাড়িয়ে হায় কে থামে
সে আসে অভিসারে গোপনে
মিশে আছে হৃদয়ে কি নামে?
আমি গৃহ হারা দেয় না সে ধরা
নীল নয়না এই কামনা দাও আজি সাড়া।  


শৈশবের খেলা বুঝিনিতো হায়
আজি আকুল পিয়াসে প্রাণ কাঁদে
তোমার প্রেম ফিরে ফিরে যায়
ঝরা ফুলে কত মালা বাঁধে।


ঢেউয়ের দোলা খেলে সারা বেলা
আহা বিবাগী মন কি যে চায়
কিসের শূন্যতায় বাড়ে কেবল দীনতা
নিশি ভোরে তা খুজে বেড়ায়।


শশী না এলে ধরার কোলে
ছায়াবাসি মাখে কি সোনার কিরণ!!!
সিন্ধু পাড়ে নব যৌবনা পলে
শীতল করতে আঁখি রাখো রাঙা চরণ
আমি গৃহ হারা দেয় না সে ধরা
নীল নয়না এই কামনা দাও আজি সাড়া।