নিয়তি আমার বেধেছে ঘর
ভাঙ্গা তীরে সাদা বালুচর
বালু কণা মিশিয়ে জলে
স্বপ্ন ওড়ে আকাশ নীলে।


কোন কালে কবে দেখা
প্রেম লীলায় কেন একা
থাকিতে চাই অনেক দূরে
স্রোতের ঘূর্ণি ধরে ঘিরে।


না হবে নতুন ভোর
ঘর ভেঙ্গে পালায় চোর
ডুবে মরি নয়ন জ্বলে
তরী ডোবে আমার ভুলে।


কবি হে স্বপ্ন আঁক
কেন রক্তজবায় লুকিয়ে থাক
পালের হাওয়ায় বসন্ত ছুঁয়ে
ফুটুক কলি শিশির চুয়ে।