ডানে বাঁয়ে জায়গা বাড়ায়ে উপর নিচে করি খর্ব
শর্ত মেনে ছবি বাঁধিলাম নিয়ম মেনে গর্ব
দাদা কহিলেন ডানে বাঁয়ে ছাড়িলে এক অর্ঘ্য
অর্ধ হাতের কি করে থাকবে উপর নিচের দৈর্ঘ্য।


শর্ত মেনে ছবি বাঁধিলাম নিয়ম মেনে গর্ব
নিয়ম মেনেই দাদার সাথে খোশ আলাপে তর্ক
গাল দুখানা ঝুলে গেছে এই কি ছবির ধর্ম
অর্ধ হাতের চোখ দুখানা ছুটায়ে দেব কর্ম।


কপাল থুতনি এক হয়েছে মিশে গেছে চর্ম
শর্ত মেনে ছবি বাঁধিলাম নিয়ম মেনে গর্ব
সবি দাদা ঠিক আছে ভাবছেন পাবেন শর্ম
দেখেন দাদা দুই পাশে একেছি সোনার বর্ম।


প্রজাপতির রং মাখাতে ছুটে গেছে ঘর্ম
বাতাসে এঁকে জলে শুকেছি ছিল যখন নর্ম
না না দাদা শর্ত মেনে ছবি বাঁধিলাম নিয়ম মেনে গর্ব
ডানে বাঁয়ে জায়গা বাড়ায়ে উপর নিচে করি খর্ব।


মানুষ আমি জলের মত করি না কোন তর্ক
উপর নিচে খর্ব করেছি এই যে দেখেন বর্গ
শর্ত মেনেই ধরায় এসেছি তাই কি পাব স্বর্গ
না না দাদা শর্ত মেনে ছবি বাঁধিলাম নিয়ম মেনে গর্ব।