খোলা বুকে বুক পেতেছি একটি গুলি ছোড়
আমি অমর হতভাগা মৃত্যু হবে তোর
বাংলা মায়ের দামাল ছেলে নবীন নওজুয়ান
রক্ত দিয়ে হাত মেখেছি, বাঁধাই যুদ্ধ লেলিহান।


অশ্রু দিয়ে আগুন বানাই ধুঁয়ার কুণ্ডলী
বাংলা মায়ের কান্না থামাই শ্রদ্ধার অঞ্জলি
হাড়ে হাড়ে বাজে ওরে আজি প্রলয়ের ডঙ্কা
মৃত্যু পরে শিমুল হব নাইরে মনে শঙ্কা।


দাঁতের পরে দাঁত কাটছে সকল বাঁধ
হৃদয়ের গ্রেনেডে ধ্বংস হয়ে মরবি রে নির্ঘাত
ঢোলক বেজে নৃত্য করে রক্ত শিরায় শিরায়
মৃত্যু কূপে বজ্র জ্বেলে খেলব আজি ধরায়।


মৃত্যু খুজে পাঞ্জা লড়ি বারুদ ভরা বুকে
দাফন হব কাফন নেব লাল সবুজে এঁকে
ভয়ে না টলবে পাহাড় সম্মুখে যুদ্ধের অভিলাষ
নইতো কারো দাস ওরে তোদের মনে ত্রাস।


আমি সুখ বিলাসী নিরস্ত্র এক সিপাই
শুধু কণ্ঠের হুংকারে যুদ্ধের মাঠ কাঁপাই
রণ ভিড়ে স্বপ্ন ঘিরে বাজাই রাখালি বাঁশি
বেণু বনে রেণু হয়ে নিত্য হেথায় আসি।


রক্ত আমার আকাশ ছুলে সূর্য হবে লাল
অনন্ত যুগ বীর হয়ে বাঁচবো চিরকাল
খোলা বুকে বুক পেতেছি একটি গুলি ছোড়
রক্তে বুক রাঙালে আজ তবেই হবে ভোর।