রাঙা দাদার ভাঙা বাড়ি
স্বপ্নে হল কুয়ো চুরি
শীতল বালি নিতল দিঘে
চিতল চাষ আধা বিঘে।


শ্যাওলা ভাসা জলের ছায়া
শিরায় শিরায় মৃত্যু মায়া
ডুমুর ঝাউ দিঘীর পাড়ে
ঝুমুর ঝুমুর নৃত্য করে।


তাল গাছ পড়ছে হেলে
বাবুই দোলে ছাউনি তলে
কালো মেয়ের কালো তিল
শূন্যে ওড়ে দূরে চিল।


জল পদ্ম ঝক ঝক
ডালে বসে রোগা বক
বোল শোলে তুমুল ঝড়
ভূতের ছায়ায় বাড়ল ডর।


মাছরাঙা করে রোদ্র স্নান
গোলাপ বাগান ভাসায় ঘ্রাণ
বাশ বাগানে শীতল হাওয়া
হংসী পালে বংশী খোয়া।


খেলা দেখে নয়ন ভরে
বেলা শেষে ফিরি ঘরে
লাল পুঁটির হবে বিয়ে
এসো সবে ছুটি নিয়ে।