শুন্য আশা পূর্ণ হবে তখন
মান্য করে গণ্য হবে মানুষের মত যখন
শুভ বুদ্ধি ইচ্ছে বাঁকে অকুতোভয়ে সাজে
তোমার ঘরে আলো করে সদা ঝুলে বাজে।


ভবে খুজে পাবে নিজে সত্যনেশি জ্ঞান
নরম কাঁধে নেবে বেঁধে হৃদয় জয়ের গান
সাথী ছাড়া ঘুম হারা নিঝুম রাত্রি কালে
মঙ্গল ময়ি ডাকে তোমায় পুতুল খেলার ছলে।


মাথা নিচু করে চল পথিক
বাস্তব জ্ঞান লাভ করবে অধিক
আকাশ পানে চেয়ে যাবে নাকো হাটা
বুঝবে না কখন পায়ে ফুটবে কাঁটা।


গগণ সীমায় আগুন ছাড়া নাই কিছু
ক্লান্তি আর ছলনা ধাওয়া করবে পিছু পিছু
বলিষ্ঠ মনে উচ্চ আশা কেন দেবে ঊর্ধ্বে ছড়ায়ে
স্বপ্ন মাঝে বাস্তব চিন্তা রাখ বুকে জড়ায়ে।


ভবিষ্যৎ কর্মের দ্বারা কর সাদা
যে যাই বলুক কোমল হৃদয়ে যাবে নাকো কাঁদা
প্রভুর স্বপ্ন তোমার স্বপ্ন দুয়ে নাই কোন ভেদ
দিয়েছেন তিনি নৈস্বর্গ লীলা যারপর ন্যায় কর ছেদ।


আকাশ দেবে মেঘের আড়ালে লুকানো ঠাটার গর্জন
বুঝমান ধ্যান দিয়ে তা কর বর্জন।