ঘুমিয়ে আছো কালের খেয়ায়, দেখতে এলে না আর
শত মুরিদের ভক্তি আকাঙ্ক্ষা জাগো আরেকবার
পথিক তোমার অপেক্ষায় মিনতি ঝপে শূন্য হাতে
সত্য যৌবনিক জানো না ভোরের ফুল ফুটবে
তোমার আগমনে তুমি আসার পথে।


ক্ষুধা পেটে পথ চলি আছড়ে, যত বিরহ চেতন
বুক থেকে আসে তেড়ে, সবি তার গুম হয় গলাতে হেরে
মেঘে মেঘে ভাসে কিঞ্চিত আশা
পথিক হারিয়েছে বাঁচার অধিকার, নিভে প্রদীপ জীবদ্দশা
স্বপ্নিল স্বপ্ন পড়ে আছে রাস্তার ধারে
প্রিয়জনের আহাজারি ছত্রছায়, দুর্দিন এসেছে অবলার কাঁধে
ছলাৎ কেঁপে ওঠে বুক, কান পেতে ত্রস্ত
নিষ্পাপ বক্তা ভ্রান্ত স্বপ্নে কাঁদে।


ঢেউ তুলে মরণ কূলে চলছে মানব জীবন
সংশয় বুকে ধুকে ধুকে, জানিনা দিক ভ্রান্ত মিথ্যে তরী
থামবে সে কখন?
মরুদ্যানে জাগিছে ভয়ার্ত মহোৎসব
কুমারী নর্তকী বাজায় নাগ বীণ  
দুষ্কর পথে তবলাচি কেন নীরব?
আড়মোড়া ভেঙ্গে ওঠো হে একাত্তরের নবীন।


তৃষ্ণা জেগেছে যাত্রীর, চারিদিক ঘোলা জল
রক্তের স্রোতে মাতাল ঢেউয়ে ভাসছে মানবতা
ভাবি এলো বুঝি বিস্বাদ বুনো ঢল
দুঃশাসন কালে যন্ত্রণা বলে, নির্দোষেরই অপরাধ
ভণ্ড নেতার যত কুদশা আমদানি, বলি এ তোমারি অপবাদ।


শহর থেকে অদূর পল্লী ঘরে, প্রিয়জনের চেনা মুখ খুজি ফিরে ফিরে
যত মূর্ছা দোল খায় ফুলে, ঝিলমিল ব্যাথার ঢেউ আসে ফিরে কূলে
মরিয়া হই বিচার প্রার্থী কালে, অবসন্ন দেহ ঘৃণায় দহন
জোনাক আলোর মায়ার ছলে
সবুজ দিগন্ত মাঠে জনতার প্রতিবাদ ধ্বনি
অধীর আকুলে ঊষার লগ্নে ব্যথিত সুরে কানাকানি।


বোটা হতে ঝরছে, সদ্য ফোটা রঙ্গিন ফুল
মেঘের আড়ালে কালো ছায়া, যাবে এ ভুবন কোনদিন ঢেকে
আজ বিশ্ব জুড়ে উঠেছে জেগে নির্যাতনের বাণী
দেখি একি সত্য পথিকের মৃত্যু ধ্বনি
বৃদ্ধ নেতার হাতে ক্ষীণ আলো, মরণ ফেনায় ভাসছে বিষ কালো।


শুনেছ কি পথিকের হাহাকার, যে চলছে অচেনা গন্তব্যে
সেতো বিশ্ব পারাবার
তবে কি এভাবেই আসে প্রভাত, কাটে অন্ধকার?
জাগো জাগো জাগো আবার, নিদ্রাহারা পথিকের বেদনার সুরে
ফিরে দাও বিচার লয়ে, শান্ত সুখের নীড়ে
তবেই তারা দেখবে সত্য পথ
তোমার অভিমত হবে বিশ্বজনের মত
অস্ত বেলা রবির আশায়, নিখিল জয়ী তোমারে ডাকি
আজি দণ্ড হাতে ওঠ, করতে ভণ্ড নিপাত
ওহে মায়ার কোকিল পাখি।