জীবন পাণ্ডুলিপি কাঁধে বয়ে ঘুরছে রাখাল
হিম সাগর ছোঁয়া মধুচন্দ্রিমায় ভেজা সকাল
পাতায় পাতায় স্বর্ণাক্ষরে লেখা জীবন বন্দনা
কোথাও বিজয় উল্লাস, কোথাও পিপাসায় যন্ত্রণা।


জ্যোৎস্না স্নানে রুপোলী রাতের ফুলঝরি
স্মৃতিময় আলোকায় সুর তোলে গান পরী
নিবিড় নয়ন ঘুমিছে তটে সাদা বালুকায়
মায়ালোকের উদ্দ্যাম ঢেউয়ের বর্ণিল স্বপ্ন ছায়।


সেকি শ্যাওলা প্রাচীর প্রান্তসীমা গহীন ভূমিতল
পাতা ঝরা, নিদ্রা ভরা, জরা সে বল
তালহীন ছন্দের, দ্বিধা কি দ্বন্দ্বের দামামায় দাঙ্গা
শাসনে তনু মন ভরা বসন্তে রাঙ্গা।


তপস্যায় সংযম দাবানল, নাহি তার খেয়াল
ক্ষুদ্র মনে গর্বের বড় বড় দেয়াল
ঝুনঝুন বন পায় শোভা দামিনী
কর্ম রসে ছবি আঁকে মাধবী কামিনী।


জীবন সন্ধানে ক্ষুদ্র স্রোতের আপন খেলা
ধূসর পথে সঙ্গীত মূর্ছনায় ক্ষণিকের মেলা
মত্ত নেশায় মাদুলি কাপায়, ব্যাথার রাগিণী
চিত্ত দহে হৃদয়ে বহে সোহাগ ভাগিনী।


যার বাঁশির ডাক দুর্জয় চেতনায় মোড়া
আগুন,ফাল্গুনি,ঝড়,শান্ত নয়ন জোড়া
জীবন পাণ্ডুলিপি কাঁধে বয়ে ঘুরছে রাখাল
সুদূর দিগন্তে তরী ভাসায় ধরে হাল।


জীবন পাণ্ডুলিপি কাঁধে বয়ে ঘুরছে রাখাল
কৃপা সুধা ভরিতে ছুটছে ভিক্ষু পাল।