কাজল রেখায় ফুটিছে রংধনু ঠোঁটের বাঁশি বাজে সুমধুর
আঁচল ভিজায়ে জলে মুছিয়াছ হৃদয়ে যত রাঙ্গা বিধুর
মেঘ মালা ছুটিছে দূরে পবন ভাসা তরী বেয়ে
স্বর্ণ কমল গৃহে কর বাস শিল্পীর স্বর্ণালী মেয়ে।


আমার ক্ষণিক জীবনে তুমি সোনালী উপসংহার
প্রেম ছাড়া দেবার মত কি আছে আর
বেণীর বুননে বেধেছ সুর জুঁই ফুলের বাঁধনে
বসন্তের পল্লবে জেগেছে প্রাণ যবে দেখা দিলে স্বপনে।


আলো ভরা ভুবন মুক্ত হয়েছে মেঘের পরে আকাশ
করিলে দিশেহারা ছড়িয়ে সুবাস করে নিজেরে প্রকাশ
আমার খেলা বেলা অবেলা তোমার প্রাঙ্গনে
যে সুরে হারাই বারেবারে সে তোমার কঙ্কণে।


মন ধায় ভ্রমরের ন্যায় ফুলে বসার বাসনা
উড়ে উড়ে খেলা ঘরে নয়ন মেলে হাসো না
লুকায়ে ধরি আমারি করি ক্ষণে যাও পলে
রাঙ্গাতে জীবন কবিতায় গোপন চাঁদ হয়ে এলে।