নিত্য দেখা বাঁকা চোখে পানসে হয়ে যায়
ক্ষণিক বিরতি মজায় প্রেম, করে স্বাদ সঞ্চয়
মান অভিমানের খেলার হোক সমাপন অভিনয়
ফিরে এলে চিত্ত দোলে হয় নতুন পরিচয়।


মেঘ আকাশে সত্য মিথ্যার বর্ষণ সংশয়
মান অভিমানের খেলার হোক সমাপন অভিনয়
বারে বারে রাগায়ে ঝাড়ি, তোমার নীল মনের বিষ
জল ঝরায়ে জাগে হৃদয়ে, নতুন প্রেমের আশিস।


সবকে করি অনু ক্ষণে হৃদয়ে অনুভব
বিরতি মাঝে ছিলে তুমি আমারি সব
যে যাই বলুক রাখিনি কোন কথাই মনে
সরল চোখের প্রেম দেখেছি বিরতির আয়োজনে।


রেখেছি খুলে দ্বার এস বার বার
বর্ণীল রূপে ফুলে ফুলে সাজাই সংসার
সুন্দর প্রেমে বন্দনায় থেমে না করেছি প্রকাশ
রংধনুর উদয় মোহে হারাতে চাইনি আকাশ।


কত কথার ফুলঝুরি, জাগে হৃদয় তলে
বিরতি প্রহর গুনে, হঠাৎ তুমি এলে
তোমায় না পেলে কেমন হত চলা?
জমত কি এই প্রেম লুকোচুরি খেলা?


উদাস মনে দেখি ফুটন্ত কলির বিলাস
ভোলা কি যায়, প্রেমের ছড়ানো সুবাস
বিরতিরে দীর্ঘ করে, বলিও না বন্ধু বিদায়
যার ছায়া নাহি পড়ে ঘাটে, সেই বিরতি কাদায়
বিরতিরে দীর্ঘ করে, বলিও না বন্ধু বিদায়।