মন আকাশে ভেসে ভেসে চুপটি করে জ্বল
ঘাপটি মেরে বটের তলে মুখটি এবার তোল
সাদা মেঘ ভেসে ভেসে চলছে দূর পরবাসে
পড়েনি কি তাতে মোর চোখ
কি অপলক সৃষ্টি আহা, ব্যাকুল পরে পেলাম তাহা
আকুল হয়ে ভাবি, রাখতে গিয়ে ফিরে দেখা
মনের ঘরে টানিয়ে রাখা, সাদা কালো ছবি
বৃষ্টি পরে প্রাণ এল, ধরায় আজ শান্ত হল
হাজার বছরের জমানো ব্যাথার শোক !!!


ছিলে তুমি কল্পনাতে আজি সত্যি হলে
কি দিলে মোর শূন্য বুকে আর কি নিয়ে গেলে?
ছায়াময়ি বালিকা তুমি ছায়ার মত চল
তোমার তুমি হারিয়ে ফেলে আমার হয়ে বল
ফাগুন বুঝি লাগলো মনে আগুন দিয়ে পোড়
পদচিহ্ন রেখ পথে সুখখানি মোর ধর।


লজ্জাবতী লজ্জা পেলে হাওয়ার সাথে হারিয়ে গেলে
খুজব তোমায় কোথায়
তুমি আছ সঙ্গোপনে, কবির সাথে আলাপনে
যাক না দুপুর বৃথায়
সবিনয়ে লভিয়া আপন করিব তারে
প্রজাপতি হয়ে উড়ে আসুক ফিরে ফিরে
মধুর আরতি হৃদয়ে দিয়ে যায় দোলা
শীতল ঝর্নার অচল শিহরণ হৃদয়ে করে খেলা।


সন্ধ্যার লগ্নে দেখেছি তারি চোখে মায়াবী আভা
দেখেছি চঞ্চল শোভায় মরুর বুকে উদয় রবির ডোবা
দুরু দুরু বুকে উঠেছিল ঝড় ঝরা পাতার মর্মর ধ্বনি  
ছায়া পাড়ে তাঁরার ঝুমকো বাঁধা নীল আঁচলখানি
সোনার শোভন দুলিতেছে কানে আর নাকে ঘাসফুল
জীবনের মর্ম বুঝাতে নারি কেবলি হয়ে যায় ভুল
অবশেষে মুগ্ধ হয়ে আটকে গেল গলা
কি যেন বলতে গিয়ে হল না আর বলা !!!