উল্লাসে মেতেছিল মন
দেখেছিনু যে দিন ডাগর নয়ন জোড়া
পথে হেটেছিল স্বজন
হাসির বর্ষণে উষ্ণ আবেশে দূর হল খরা।


লুকায়ে দেখি তারে
কুসুম কাননে স্নিগ্ধ মেঘের বেশে
আপন মন ভারে
ছুয়েছিনু শিশির পিয়াসী সবুজ ঘাসে।


পূর্ণতায় গাহি গান
সুর মূর্ছনায় নুপুর, বাজে চরনে
অপূর্ণতার হয় অবসান
বেচে থাকি ক্ষণিকের উদাস মরনে।


রাঙ্গা প্রাণে কোলাহল
কাজল পাতা হাজার কথায় শিকার
স্বপ্ন বাঁধা মহল
মুগ্ধতায় ছুয়েছে প্রেম, অসীম সে আকার।


পোড়ে বুকের কাঁপন
আহা তারি বাকা ঠোঁটের মহিমায়
সেই থেকে আপন
আজো উল্লাসে মাতি জড়িয়ে ভাবনায়।


মায়া জাল বুনে
একেছিনু তারে বাসনার হৃদয় দেয়ালে
জাগি শীতল শিহরণে
ডেকেছিনু বাঁশি হাতে অমোঘ ঘোর খেয়ালে।


কোমল আঁখি পাতে
বেলা অবেলায় তারি ছায়া হয়ে ভাসি
বিধুর জ্যোৎস্না রাতে
ভালোবাসি আজো মন ভুলানো হাসি।