রাতের ফুল যাবে ঝরে
কুয়াশা মাখা উদাস ভোরে
চেয়ে দেখ মনে রেখো।


দুলবে না সে ভালোবেসে
মুখের পানে চেয়ে হেসে
গোপন প্রেম মিথ্যে হল
তাই ভেবে নয়ন মেল।


কিছু কালের মায়ার খেলায়
পাল উড়িয়ে চাঁদের ভেলায়
হাওয়ায় মিশে কুঞ্জে ভরা
ঘ্রাণের আবেশ সুখে মোড়া।


বেলা কি অবেলায়
খেলা শেষে বসে জানালায়
চেয়ে দেখ মনে রেখো।