মৃত্যু পরোয়ানা লেখা আছে মোর ললাটে
কিগো আর আছে ভয়
ঝলমল, মিটাব কৌতূহল নহে ঘোলাটে
সুখময় জীবন, নাহি সংশয়।


আগমন দিনে, বাম কানে
শুনেছি সেই সুমধুর ধ্বনি
পাতায় পাতায় শব্দ হীনে
জব্দ হাওয়ার তাল শুনি।


ভেজাতে পারিনি শুভ্র ঠোঁটে
ভাসাব জলে আবেগি লেখায়
প্রেম শাসনে হিংসা রটে
স্মরিবে, বাড়িবে জ্বালা ভরিবে হৃদয়।


উদ্দাম কণ্ঠে ভরা ক্ষুর ধার
চাবুক পড়বে কালো পিঠে
সমর দায়ে লুটবে ভিটে
মোর স্মৃতি রইবে উপহার।


প্রভুর কাছে মম প্রস্থান
সন্ধ্যা ঘনিবে, থামিব আমি
আসিবে বীর, পুরিবে স্থান
মৃত্যু দণ্ড পাওয়া আসামি।