হৃদয়ে বাজে দিবানিশি রক্তিম কাব্য পাঠ
ঝরে গেছে ভোরের ফুল অনাবাদী মাঠ
কেউ ঢালেনি জল আদর করে হায়
পুড়ছে চুলো উড়ছে ধুলো ভিক্ষুক পরিচয়।


বাঁশের বাঁশি বাজাও, বসে দূরের গাঁয়ে
কেমন করে যাব বেড়ি বাঁধা পায়ে
গোপন প্রেম দেখলে না হায় নয়নখানি মেলে
কাঙ্গাল হায় ডুবে মরি প্রেম সাগরের জলে।


ফেরত যদি দেবে আমায় কেন ভেড়াও কূলে
পাতার ভেলা ভাসাও কেন ঢেউয়ের তালে তালে
মেঘের বাড়ি নয়ন পাতা কোথায় আলোর ছায়া
হেটে চলা অনেক দূরে, পথের পরে মায়া।


কোন বেলা হয়নি দেখা মাদুরখানি পেতে
কখন তোমায় ভুলেই গেছি কোলাহলে মেতে
স্বভাবের কবি নইত আমি হই অভাবের কবি
তোমার তরেই রইল পড়ে ধুলো মাখা ছবি।


বকুল মালা ঝোলে আজি ওইনা মরা ডালে
ফাগুন দিয়ে আগুন নিভে মালা পরাও গলে
সুবাস উড়ুক ধুলো ঝরুক তোমার আগমনে
হেসে উঠি ফিরে আসার খানিক অভিমানে।