আমি নদীর মত হারিয়ে যাব সাগরের বিশালতায়
ডুব সাঁতারে লুকিয়ে যাব পাবে আমায় কোথায়
খোলস ছাড়া মুক্তা আমি দেখব খোলস ছেড়ে
পলির মাঝে জীবনখানি বাড়ে কেমন করে!!!


ভুবন মাঝে তোমার চলা শিশির ভেজা পথে
বাঁধন ছেড়ে লুকাই কোথায় ভাববে যেতে যেতে
মনের আলোয় খুজবে আমায় কুয়াশার রাতে
বাঁধন ছেড়ে লুকাই কোথায় ভাববে যেতে যেতে।


অন্ত দিনের শান্ত বেলা ক্লান্ত মনে একা
লতায় বেধে আঁচলখানি হঠাৎ হবে দেখা
ব্যাকুল হয়ে ছুটবে তুমি পথের নেইকো শেষ
কোথায় পাবে খুজে আমায় সেতো ভিন্নদেশ।


ঢেউয়ে ভাসিও নীল চিঠি বাধিয়ে স্রোতের শৈবালে
নির্জন সৈকত পাড়ে, পড়ে শুনাবে আমায় গাঙচিলে
অন্তর জ্বালায় মরিবে, ক্ষুধা না কর প্রকাশ
উড়ে বেড়াও খুজে খুজে ছাপিয়া নীল আকাশ।