আমার নালিশ তোমার দ্বারে
পাইনে তোমায় আমার করে
যে দিন ওগো দেখা হবে
পারব কি গো চিনতে অনুভবে?


সবার কথা বলতে পারি
যাতন কথা আঁচল ভরি
তখন নাহি রহে ভয়
আমার কথা বলতে গেলে
দ্বন্দ্ব কত হৃদয়ে খেলে
তখন শুধু লজ্জা হয়।


যে পথ সোজা চলে
যে ঠিকানায় আলো মেলে
মনের আলো গেছে নিভে
জরায় ভরা মরা জিভে
আর মেরো না বিরহ বিষে
সেই পথের দাও গো দিশে।


বিনয় করে বলেই থামি
তুমি হলে বিশ্বপতি অন্তর্যামী
আপন করে তোমায় চাই
আমার হলে আর নাহি ভয়।