বিন্দু বলে এতদূর হেটে
কেমনেবা যাই
দয়াল বিধি যদি
একটু হত সহায়
নিজ হাতে পা তুলে
নয়ত কাঁধে ঝুলে
নিয়ে যেত পাড়ে
বুক ভরে নিঃশ্বাস নিতাম
আশিষ দিতাম জীবন ধরে।


হাত পা দিছে
সহায় কিসে
আলসে, চরে পড়ে
ধূলায় থাক মিশে
বিধি কয় হেসে
নির্জনে বসে
কর বিধির ধ্যান
ঘাড় ধরে লয়ে যাবে
যদি বিধি চান।