তুমি করেছ মানা
তবু কে দিল হানা
আমার দুখের পবনে
যে আসিবে সেতো
নয়তো আমার, আসে গোপনে।


বেধেছি গোপন আশা
উড়িছে ভাসা ভাসা
অথৈই সাগর পানে
আমি ছুটেছি দূরে ওই সুদূরে
জীবন সন্ধানে।


মা ডাকে ফিরে
আসব না ফিরে
যদি ঘুম ভাঙ্গে তোমার
চরণ ধূলি দিও মাগো
সালাম নিও তার।


পথের ধূলা উড়াল দিয়ে
আমার গায়ে লাগে
ঘুম ভাঙিয়ে কোকিল আজি
পিছু আমায় ডাকে।