পিছন ফিরে দ্যাখো ওগো পিছন ফিরে
কত সুখের রং ঢেলেছে তোমায় ঘিরে
হাসি দিয়ে নাওনা ওগো কিছু কথা
সঙ্গোপনে লুকিয়ে থাকা নয়ন ভরা আকুলতা।


পথে বোনা কাজল দিঘীর শীতল ছোঁয়া
চির সুখের বৃষ্টি দিয়ে পাপড়ি ধোয়া
চাতক ডাকে বাঁকে বাঁকে ব্যাকুল সুরে
মনের কুসুম উড়ল গাঁয়ে উড়ে উড়ে।


সবুজ লতা ঢলমল তার রসে ভরা
রবির আলোয় জ্বলে জ্বলে ফুটল ধরা
শ্যাওলা পথে শিশির ভেজা রেশমি চুড়ি
জলের ঢেউয়ে লুকিয়ে থাকা স্বর্ণ বুড়ি।


শঙ্খ চিলে নীলে নীলে শুভ্র ডানা
পাগলী মায়ের নম্র স্বরে শাসন মানা
শরত প্রাতে দুলে দুলে বাশের মেলা
গাঁয়ের বধূ ঘুমটা খুলে করে খেলা।


গাঁয়ের ছেলে কাদা মাখা শুধি দেনা
শ্যামল ডালে বুলবুলির গান রক্তে কেনা
বিষম খেয়ে কবো গিয়ে তোমায় ছাড়া
আমি বাঁধন হারা, আমি বাঁধন হারা।