সে ছিল আমার মনেরও কোনে
উড়িত হাওয়ায়, তারি চাওয়ায় গহীনো বনে
তারি ছোঁয়ায়, কাছে পাওয়ায়
ফুটিত কুসুমও ফুল, ছড়িত মোহিত সুবাস
পেয়ে তারি আভা্‌স, ভ্রমরা হইত ব্যাকুল।


লাফিয়া লাফিয়া হাফিয়া হাফিয়া
ছিন্ন করে খেলে, হাসিখানি মেলে সারা বেলা
সে ছিল আমার সুখেরো জ্বালা।
গাথিত মালা বসে বকুল তলে
দিন শেষে তাই পরাত আমার গলে।


না কহিত কথা, না তুলিত মাথা
চুপে সুখ ঝরিত
মৃদু হাওয়ায় চুল তার উড়িত।
রাগিলে বদনে জমিত কালো মেঘ
রক্ত চোখে ছুটিত আলোর বেগ
ধরিতে তারে ক্ষয়িত বল
চলিত ঝড়ের ত্রাসে হরিণী দল।


না মানিত মানা, আসিত উল্কার মত
সারাত অবস্বাদ ক্ষত, উদাস ভাবনায় দিয়েছে হানা।
বৈশাখী ঝড়ে সে বাগান হয়েছে উজাড়
পণ্ড হয়েছে খেলা সাঁঝেরো বাজার।


পত্র পাতায় মনের কথা
মনের যত দুঃখ ব্যাথা
আপন ভাবনায় লিখিত
উঁকি দিয়ে দেখতে গেলে
ছুড়ে ফেলে কুয়োর জলে
অভিমানে চলিত
জানিনা সেই লাজুক চোখে
হাত কাঁপা আর গোপন বুকে
কি কথা বলিত?