অন্ত বেলা হবে কি খেলা মোর প্রিয় না এলে
তৃষ্ণা চোখে নির্ঝর মরুর বুকে প্রেম না দেয় ঢেলে
অভিমানী বলি তারে, যে এসে খোজে মোরে
চোখের পানে চাতক মরে, তবু ঘাটে না ভেড়ে।


বিষাদের খই ফোটে, ঝরা ফাগুনে তপ্ত আগুন
নীলেতে ভাসে গান গেয়ে হাসে সুরের গুনগুন
রংধনুর প্রজাপতি স্বপ্নিল রং মেলে আকাশে ওড়
বসে আজন্ম ফোটা ফুলে, মোরে তুমি আপনো কর।


কত কাল ক্ষয়ে গেল ভিজে আর শুকে
নিদ্রা নাহি মোর হয়েছি বিভোর, আঁকি স্বপ্নলোকে
চকিত চাহনি ক্ষত করেছে মোর সবুজ হৃদয়
শিশির হয়ে আলতা পায়ে আর বলিওনা বিদায়।


হৃদয়ের পাতা উল্টায়ে দেখি লিখিয়াছ কি কথা
মিষ্টি মেয়ে দৃষ্টি বয়ে ঝরাও কেবল নীরবতা
যতন মালায় বাঁধনে গেথে লও হে তুমি মোরে
লতার বালা পরাব হাতে রুপালী চাঁদের অভিসারে।


আসবে সে ধীর পায়ে বাসন্তী সাজে ফুটে তাঁরার মত
মিটায়ে দিয়ে যাবে হৃদয়ের আকুল চাওয়া পাওয়া যত
সাধের নোলক পড়াব নাকে পাহাড়ি রংয়ের ঘাসফুল
পাশে বসে দেখা দিয়ে মোরে মার্জনা কর সকল ভুল।