তোমার আলোয় নিত্য চলি তবু হয় না কেন দেখা?
হৃদয় মাঝে চাঁদর দিয়ে আড়াল করে রাখা
বিশ্ব চর উঠল জেগে তোমার ছায়া পেয়ে
অন্ত বেলার খেলা শেষে চলছে সকল ধেয়ে
প্রভু তুমি আমার হবে? রইব মাথা নুয়ে
শূন্য পানে খুঁজি তোমায় গাই মধুর গান
দেখা দিয়ে আমার দুঃখের কর অবসান।


পাব তোমায় কাছে আমার মনে করে বিরোধ
চলে গেছে ব্যাকুল নিশি মিলে গেছে শরৎ
শীতল পরশ ছুঁয়ে যাবে ফুটলে প্রেমের ফুল
ক্লান্ত অধম ক্ষমা করে, ভরাও দুটি কূল
প্রানের মাঝে দেয় যে দোলা স্বপ্ন আঁকা ভোর
ভীতু মনে ক্ষণে ক্ষণে নেচে ওঠে ঘোর
হঠাৎ তুমি এলে জানি কেমনে খুলি দোর?