শুনবে যখন বিদায়ী গান
উড়বে হাওয়ায় তোমার প্রাণ
যে সুরে সাগর দোলে
পারবে কি গো থাকতে ভুলে?


ছমকে ওঠ কণ্ঠ খুঁজে
অনুভবে নয়ন বুজে
ব্যর্থ হয়ে আসবে ফিরে
দেখবে তোমায় রাখব ঘিরে।


বসে বসে হারাও দিশে
রইব চুপে, হৃদয় চষে
ডাকবে আমায় সজল স্নেহে
পারবে কি গো থাকতে গৃহে?


তুমি যখন চাইবে মোরে
রইব তখন অনেক দূরে
শেষ হয়ে আসবে বেলা
হবে না গো পুতুল খেলা।