মোর গায়ে ঝটকা সয়ে দুলুক ঘাসের ডগা
দোর খুলে খোলা চুলে নাচুক মোর সখা
পুড়ে যাক মিলে যাক স্তব্দ গরম হাওয়া
থেকে যাক রেখে যাক শীতল দিনের ছোঁয়া।


হোক দূর নরম সুর জেগে উঠুক প্রাণ
যৌবন মাখা গাছের পাখায় বেজে উঠুক গান
তাল পাখা থাকুক একা বিরহে কাটুক প্রহর
আকাশ সিঁড়ি ঝিরি ঝিরি ঘুমিয়ে থাক শহর।