সাগর মাল্লায় মেঘের পাল্লায় নিদ্রা বাঁধা ঘাট
পুষ্পে মাতাল জড়ানো লতাল শ্যামা বর্ণের মাঠ
সুবাসে পূর্ণ ঝরে স্বর্ণ তৃণ ভরা ঘর
পাপিয়া ডাকে মঞ্জুরি শাঁখে মোহ মোহ স্বর।


পালকি দোলে প্রদীপ জ্বেলে পাতিয়া থাকি কান
বাংলা মায়ের হৃদয় জয়ের গগণে বাজিবে গান
চরণ ধোয়া বয়ে যাওয়া শত নদের ছাপ
কাজল বিলে বর্ষা নীলে ঝরে পড়ে পাপ।


ঢেউয়ে ঢেউয়ে খেই হারিয়ে ছোটে পঙ্খী নাও
পাহাড় দেশে বধূ বেশে ঘোমটা পরে গাঁও
পাথর কাটা সোজা হাটা শীতল ঝর্ণা স্রোত
শীতল পাটি দুধের বাটি কারো নাহি ক্রোধ।


মরণ ধাঁধাঁ হাত বাঁধা চেটে রক্ত পান
রবি উঠে ফুল খুটে ভাঙায় মায়ের মান
পালক টোপা চুলে খোঁপা মাথায় রাখে হাত
জাগে পুবে ডোবে চুপে বরে পূর্ণ সাধ।


কদলী সারি খেজুর হাড়ি ধূসর নাড়ায় ভরা
গহীন বনে কণ্ঠ শুনে হরিণীর কান খাড়া
লক্ষ্মী পেঁচা উচু মাচা পালক বিছা পথ
স্তব্দ হিমে আমার প্রেমে তোমার দিও মত।