এসো হে প্রিয়ে ছেয়ে পড়া নিদে
নিশিতে ললাটে চন্দ্র টিকা বিধে
ছলনায় ডাকিছে শূন্য এ পাশ
ঢেউয়ে ঘ্রাণ ভাসিছে তোমারও শ্বাস।


ভরা ডুবি মেঘে মনোহর তারা
হৃদয়ের মনিকায় তারি পাবো সাড়া
দুটি গ্রহ একি পথে দুসর
বালিকার কোলাহলে বসিবে আসর।


ভাবনায় ভরা চাতক আঁখি
গৃহকোণে ছায়ার নৃত্য দেখি
হৃদয় আলোয় ডানা মেলে পরী
বাঁধন মালা দুহাতে ভরি।


রাগিণী রাগে বদনে প্রবাহ রাঙ্গা
গৃহ আলোর শোভায় মন চাঙ্গা
সজনী সজলে রবে কি সজাগ
নেবে না আজি হরষও বিষেরও ভাগ?