জোয়ার পরে ভাঁটায়, স্বাদের কূল লুটায়
উচ্ছল ঢেউয়ের পরে
যে বেলা ছাড়ব ভুবন, হবো গোপন
ক্ষণিক মৃত্যু ঝড়ে।


না রাখিবে বেধে, না উঠিব কেঁদে
স্মরনে করিবে না বরণ
অনেক গল্প হয়নি বলা, সেই পথে একলা চলা
যেতে না করিবে বারণ।


আকুল হয়ে রইব, রোদের তাপ সইব
আর না ভাঙিবে ঘুম
ছিরে যাবে মায়ার আঁচল, কেঁদে কেঁদে হবে শীতল
না আকিবে আপন গালে চুম।


না আসে ফিরে, নৌকা আপন তীরে
তেপান্তরে বাড়ে অপেক্ষা
বধে রাখিতে তারে, ভুজি মধুর ব্যবহারে
চাই আঁধার রাতে ভিক্ষা।


ভৃত্য হয়ে, মন দিয়ে রাধি
আমর সুধা করাতে পান
শোনালেম কত গান
কত সুর সাধনায় সাধি।