ভোর ভোর ভোর
ঘরে এল চোর
কে খুলিছে দোর?
ভোর ভোর ভোর।


খোকা খুকু ঘুমিয়ে
পলে গেল চুমিয়ে
খুশবু দিয়ে নিরালে
চলে যায় আড়ালে
তবু কাটেনিতো ঘোর।


ব্যাস্ত সবাই আলাপে
পরী হাতে গোলাপে
আলতো চোখে বুলাবে
ঠেলে ঠেলে দুলাবে
তবু করবেনাতো জোর।


সুরের পাখি কলরবে
জানালায় বসবে সবে
অল্পসল্প গল্প হবে
মিষ্টি মিষ্টি অনুভবে
সৃষ্টি হবে শোর।


ফুল ফোটে বাগানে
উষ্ণ শীতে ফাগুনে
নকশী কাঁথা জড়াবে
মা এসে সরাবে
কাটবে তখন ঘোর।


ভোর ভোর ভোর
ঘরে এল চোর
কে খুলিছে দোর
ভোর ভোর ভোর।