খুজে খুজে বহু তল
ধরণী তটে নোনা জল
কেবলই সম্মুখ পথে ফেনা
প্রেয়সী শুধিতে হবে দেনা।


গগনে জাগিছে মায়াবী রুপ
সেই রুপে লক্ষ ডুব
যাই বল তাই পূঁজি
পাখির বাসা সেথায় খুজি।


রণ প্রাতে মেঘের ভিড়
উদাস নেত্র দ্বয় গম্ভীর
নিত্য খেলে জোয়ার ভাঁটা
তৃণ ভূমে থামে হাটা।


হোঁচট খেলে রক্ত ঝরে
বীণার হাতে সবুজ ঘরে
বাঁশের বেড়ায় উইয়ের ঢিবি
রাত পোহালে খেলে রবি।


বৃক্ষ মূল বিছায় পাটি
সম্মুখে পাবে রসের বাটি
ঘুঙ্কুর বাজলে জ্বলে শিখা
সেথায় বসে মোর তমালিকা।