আমরা বড়ই অসহায় মানুষ,
আমরা গৃহহীন ,পরিবার বিহীন
অসুস্থ শারীরিক প্রতিবন্ধী মানুষ!
আমাদের বাড়ি ঘর নেই,
আমাদের রাজ প্রাসাদ নেই,
আমাদের লজ্জা শরম নেই।
আমাদের আছে পেটের ক্ষুধা,
সমাজে হাত পেতে খাই।
আমাদের আছে শূন্য আকাশের
নিচে রেল বাস স্টেশন।
এখানেই আয়-ব্যয় রুটিরুজি,
এখানেই থাকি খাই ঘুমাই,
সমাজে হাত পেতে খাই।
তবুও সভ্য সমাজের মানুষ
প্রতিনিয়ত করে অসভ্য আচরণ।
মারে গালিগালাজ করে,তবুও
কারো প্রতি নেই কোন অভিযোগ।
হে মানুষ তোমাদের বিবেক
কি বলে তোমরা মানুষ ?
এটাই কি আমাদের জীবন?

’’সহমর্মিতার সংবেদন”