তোমার ভালোবাসার অত্যাচারে,
তোমার ভালোবাসার প্রহারে
আমি রজনীতে নিদ্রাবিহীন।

তোমার ভালোবাসা_
ঈশান কোণের ঝড়ো বাতাস
তাই আমি আজও বিধ্বস্ত।

তোমার ভালোবাসা_
আমায় করেছে সর্বগ্রাস
তাই আমি কলঙ্কিণী।

তোমার ভালোবাসা_
আমার নিধর দেহে রঙ্গের মেলা
তাই আমি গর্বভিণী।

তারিখ:১৮-০৬-২০১৯  ইং