আগামী প্রজন্মের ভবিষ্যত কি?
বিপুল চন্দ্র রায়
রাজারহাট কুড়িগ্রাম।


কি ভবে আগামী প্রজন্মের ভবিষ্যত
আজ কাল শিশু কিশোর
ডিজিটাল যুগে তারা
মোবাইল ফোনে কাটে বেলা।
ফ্রিফায়ার আর পাবজির নেশায়
লেখাপড়ায় মন নেই।
আজকের শিশু কিশোর
আগামী দিনের ভবিষ্যত
তাদের দিয়ে কি ভবে
জানেনা পরিবার ভাইসাব।
যান্ত্রিক যুগটাতে
বেকারের চেয়ে মেকার ভালো
সময় থাকতে কাজে লাগো
ভবিষ্যত হবে আলো
না হলে জীবন অন্ধকার।
পবিবারের বাবা মায়ের প্রতি আহ্বান
সন্তানের হাতে মোবাইল ফোন নয়
বরং বই খাতা কলম দিন
জ্ঞান আলোয় আলোকিত হবে
দেশ সমাজ জাতির মান রাখবে।