একুশে ফেব্রুয়ারি
তুমি তো মোদের রক্তের লেখা স্মৃতি,
তোমার তরে প্রাণ বিনিময়ে..
রেখে গেলো কত কৃতি।
তোমায় কি ভুলতে পারি।
হাজার ভাইয়ের রক্ত দানে
একুশে ফেব্রুয়ারি।


মাতৃভাষার বাহক তুমি,
শহিদ ভাইয়ের স্বপ্ন তুমি,
বাঙালির অন্তরে তোমার স্থান।
তাই তো মোরা প্রাণ খুলে গায়
ফেব্রুয়ারীর গান, জানায় সম্মান।


ফুটেছে ফুল, সবুজ বনে পাখির গানে গানে,
সবুজ পাতা রক্ত লাল একুশের আগমনে।
উঠেছে রবি, লেখেছে কবি,  ফেব্রুয়ারী গান
ছেলে হারানোর মায়ের চোখে বয়ছে অশ্রু বান।


ঐ যে দেখো শহিদ মিনার রক্ত ডালায় ভরা,
সালাম বরকত শফিক জব্বার শহিদ হলো তারা।
মায়ের ভাষা টিকিয়ে রাখতে প্রান করিল কুরবান।
কি করে সুধাব এ ঋণ, কি দিবো তার প্রতিদান।