কিছু শব্দ অগোছালোই থাকুক,
কিছু দিন না হয় নীরবেই
কাটুক।
আমিও চলেছি অক্লান্ত,
যেমনি চলেছে পথ।
জীবন এখন শ্রান্ত, শান্ত।
আকাশ ভেঙ্গে বৃষ্টি নামে।
আমি মহা উল্লাসে ভিজি।
কখনো বৃষ্টির জল মুখে নোনা
স্বাদ আনে।
কোথাও নীরবে জ্বলতে থাকা আগুনটা,
ধীরে ধীরে শান্ত হয়ে আসে।
নিভেও যায় এক সময়।
আরো একটা নতুন দিনের
অপেক্ষা।
আরো একটা দিন বেঁচে থাকতে শেখা।
শুধু আমার জন্যে, শুধুই আমার জন্যে।


সুব্রত ব্রহ্ম
জুন ২৯, ২০১২
ঢাকা।