পাখি তোর সকাল বিকাল দুপুর
রাত্রি নাভিশ্বাস,
ওষ্ঠে ঝরে লালা।
যেইনা পেলি ফুরসৎ টুক,
ওমনি ছুটে পালা।
সারাটাদিন কলুর মত
কিসের টানিস ঘানি?
সম্বল তোর ওই ফ্যাকাসে-
চোখের কোনের পানি।
ত্রিমোহনার পলি চরে
তোর জোড়াটি বসত করে,
মন পড়ে রয় ঘাসের ঘরে,
কখন পাবিরে দেখা!
সব জানিরে, সব বুঝিরে,
আমার বাঁচাও তোর মত রে!
সোনার কেল্লা এই শহরে
স্বপ্নে মেলে পাখা!
পাখির তবু ''সুখ" পাখিটি,
ডানায় মুছে ঘাম-ধুলোটি,
ঠোঁটে ধরে বীজ-দানাটি,
ছড়ায় সুখের সুবাস।
ত্রিমোহনায় সময় গড়ায়,
সহস্র দিন, স্রোতের ধারায়,
তোমার আমার হুটোপুটি,
শুধুই কি অভ্যাস?


অগাস্ট ২৪, ২০১৪
ধানমন্ডি, ঢাকা।