তার একটা মাত্র আমি
আর এক আকাশ ভাবনা
আমি বাঁধন ছেঁড়া বারণ মানিনা।
সে যে দিব্যি দিলো কত,
তার হৃদয় জুড়ে ক্ষত,
আমার আছে শত-হাজার বাহানা।
জানি পথ নেই আর পালাবার
আজো কেঁদে কেটে হবে একাকার,
বাউলের মন পড়ে থাকে-
দূর অজানায়||


রাত ভোর হয় তবু হয়না
পাশ বালিশে ভেজা কান্না
পাতা শেষ হয় তবু-
লেখা হয়না।
জানি আঁধার হাসবে সূর্যে
ফের পালাবো ঘুমে থাকতেই,
বাউলের মন পড়ে থাকে-
দূর অজানায়||


আমার একটা মাত্র তুমি
আর এক আকাশ ভাবনা
তুমি বাঁধন ছেঁড়া বারণ মানোনা।
আজো দিব্যি দিলেম শত,
আমার হৃদয় জুরে ক্ষত,
তোমার আছে কতো-
হাজার বাহানা।
আজ পথ নেই কোন পালাবার
এ তো সিঁদুড়ের পণ, প্রেম আমার
আমার বাউল তোমায় যেতে দেবোনা||


রাত বেশী নেই, বাকি অল্প
আমার জীবন একটা গল্প
পাতা শেষ হয় তবু-
লেখা হয়না।
জানি আঁধার হাসবে সূর্যে
আমি দরজা আগলে রাখবোই
আমার বাউল তোমায় যেতে দেবোনা||