আমিতো আকাশ নই,
সাদা রঙের মেঘ নই,
তোমার প্রিয় বৃষ্টি নই।
আমিতো শেষ বিকেলের রোদ
নই,
ফিরতি পথের পাখি নই,
তোমার প্রিয় ঘুড়ি নই।


ঘুড়ি, তবে সুতো ছেঁড়া,
পাখি, তবে নীড় হারা।
রোদ, তবু নই খরো,
বৃষ্টি, তবে নোনা বড়।
মেঘ, কালো ধোঁয়া বন্য,
আকাশ, তবে তারা শূন্য!


সুব্রত ব্রহ্ম
জুলাই ২৮, ২০১২
ঢাকা।