💠🚩৭০তম স্বাধীন ভারত🚩💠  


           আমি স্বাধীন দেশের নাগরিক
       হয়েছি আজ দিকভ্রান্ত পথের পথিক!
   গিয়েছিলাম খুঁজতে স্বাধীনতা..... পেয়েছি
ইতিহাসের পাতায় মহান উচ্চারণটি    স্বাধীনতা।


       কালের অমোঘ নিয়মে
       সর্বগ্রাসী রক্তের স্রোতে
       উদ্ভাসিত  হয়েছিল
       কতক গুলো অপরিচিত মুখ।
       কত জন হারিয়েছে
       ভাই স্বামী পুত্র কতই না আপন জন।


       মৃত্যুর লড়াই করে অবশেষে
       হল ভারত স্বাধীন।
       কিন্তু! আমরা কী আদৌ স্বাধীন?
       তবে কেন আজ ও শোনা যায় -
       মানুষের ক্রন্দন, আর্তনাদ,
       গণধর্ষণ, গুলি বর্ষণ, বোমার আওয়াজ
       জঙ্গি হানা, সন্ত্রাসবাদীর মত
       জঘন্য কার্য কলাপ?


জানি না কবে পাবো সেই স্বাধীনতা
যেদিন শোনা যাবে না - গণ অত্যাচার,
বধূ নির্যাতন, বোমার আওয়াজ,
মানুষের ক্রন্দন, কিডন্যাপ,
অকারণে যাবে না মানুষের জীবন।
আমরা সেই দিন হব প্রকৃত স্বাধীন
পাবো প্রকৃত স্বাধীনতা।।  


                           বৃষ্টি মন্ডল
                                  (বনি)