কবে ছিল সেই দিন কাল
  আমি যে ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে চলেছি,
      নিজের চোখে দুপাশ না দেখে
   আদরে আবদারে সোহাগে বড় হয়েছি।        কি জানি কী ছিল সেই ছেলে বেলার দিন?
       চোখে ছিল কতই না স্বপ্নিল
      ধূলো মাখা আবেগী শুভ্র নীল।
      ও মাঝিরে জীবন বাইয়ে যাও কোন্ সাগরে
      কোন্ সে আবেসী সোনার তরে
   কোথা পাব বল মন বল আমারে      দ্বিধাহীন স্বপ্নের জিজ্ঞাসা তোরে.....।



                বৃষ্টি মন্ডল
                   (বনি)