হতেম যদি তোমার ওই পায়ের নূপুর
     রুনু ঝুনু বাজতাম রাত দুপুর।
  হতেম যদি তোমার ওই নাকের নোলক
     পরত তাতে চোখের পলক।।
  হতেম যদি কানের সোনা
      থাকতেম তোমার আনা গোনা।
  হতেম যদি হাতের ওই কাকন
      ছনাৎ ছনাৎ করে বাজত তখন।।
  হতেম যদি ওই চোখের মণি
      চোখ জুড়ে স্বপ্ন আবেশে ঋণি।
  হতেম যদি ওই ঠোঁটের লিপস্টিক
      তুলতে কতই না পিক।।
  হতেম যদি তোমার ওই শাড়ির আঁচল
       ঘোমটায় ঢাকতে ওই চোখের কাজল।
  হতেম যদি তোমার ওই পারফিউম
      পড়তে কতই না অর্নামেন্স কস্টিউম।।
    
                বৃষ্টি মন্ডল
                  (বনি)