শরতের আকাশে              হিমেল আভাসে
                 জুড়ায় শুধু আঁখি ।
হাল্কা হাসিতে                    হাল্কা খুশিতে
              উড়ে চলেছে পাখি ।।
শরতের আকাশ                 নীলাভ বাতাস
             শত ফুলে ভরেছে বন।
পাখিদের গানে                  সুমধুর টানে
               মা  দূর্গার  আগমন।।
মাঠের আলে              কাশ ফুলেরা দোলে
             কেড়েছে মায়ের মন ।
দিন পাঁচেক এর                 জন্যে উমার
                মাতৃ গৃহে আগমন ।।
     উমা দেবীর দূর্গা রূপে  মর্তে আগমন ।
              খুশির জোয়ারে উতলে
           ওঠে কত ভক্তের সমাগম।
             মা দূর্গার আগমনে  
             আজ মত্ত মর্তবাসি।
          পাড়ায় পাড়ায় দূর্গা পূজা
             ফুটেছে সবার হাসি
              দূর্গা পূজা দূর্গা পূজা
              এল খুশির দিন
        সব বাঙালি খুশির জোয়ারে
              মেতেছে নিশী দিন ।


                                বৃষ্টি মন্ডল
                                     (বনি)