"আমার আগে কোন মানুষ এ পৃথিবীতে জন্ম নেয়নি" -
তুমি যখন তোমার কাব‍্যকে ছুঁয়েছিলে আমার জন্ম তখনই।
ব্যক্তিত্বের অনুভূতি চাইছে নীরবতার খোঁজ-
আমার আমি হারিয়ে গেছি চিলেকোঠায় রোজ।
প্রতি নিয়ত উন্মত্ত হচ্ছে মায়াবী জীবন-
নগ্ন করেছে ব‍্যক্তিগত গোপনীয়তার মধুক্ষণ।
হারিয়ে যাওয়া বক্তব্য রেখেছ রাতের অন্ধকারে
বাক্ রুদ্ধ,বাদামি কাগজে তোমার লেখা শেষ চিঠিটি পড়ে।
পুড়ে গেছি আমি তেজে... স্নিগ্ধতা দেয়নি  বাদল.....
চাইলেই কি আর পাওয়া যায় ঘামভেজা মুখে মায়ের আঁচল ??