যদিও বা আমার আমিটা বড্ড সহজ বুঝব কী করে তোমাকে ?
তুমি নাকি সেই অসীম অনন্ত প্রেম বলে সব ডাকে।
নিজেকেই বোঝা হয়ে ওঠেনি আজও...
আর তোমায় বুঝি কী করে বল?
তখনও বোঝনি উকি মেরেছে অকাল ঢেউ -
প্রেম বলে সে ঠকিয়ে যাবে ডুবে মরবে অন্য কেউ।
কিছু মুহূর্ত আবেগ কিনতে চাইছে
অন্ধকারে তাই আমায় নিয়ে কাব্য লিখছে
করেছ বাতিল আমার অধ্যায় তোমার উপন্যাস সম্পূর্ণ
আমি লিখলেই আত্মজীবনী আর তুমি লিখলেই অক্ষুন্ন ।
আমি বদলে গেছি অকাতরে বিলিয়ে দিয়ে অভিমান-
আজ পুড়ে গেছি তেজে স্নিগ্ধতা দেয়নি তোমার ঘ্রাণ।