তুমি যাবে ! যাবে মোৱ সাথে .....
শহৱেৱ কোলাহল ছেড়ে শান্ত নদীৱ তীৱে ।
       তুমি যাবে ! যাবে মোৱ সাথে ...
সেই শান্ত পল্লীৱ মাঝে।
যেখানে নেই কোন দাংগা, হিংসা-বিদ্বেষ-
  অাছে শুধু প্রকৃতি মায়েৱ অসীম ভালবাসা।
তুমি যাবে!  যাবে মোর সাথে - -
হেথায় পাদুকাৱা সোনালী তাৱ সবুজ ঘাসে
মাৱিয়ে চলে ওপাৱ দেশ -
'এই  তুমি যাবে!  যাবে মোর সাথে ওপার বাংলাতে।


ওই দূৱে দেখা যায় বাংলাৱ মাটি, বাংলাৱ জল
বাংলাৱ হিমেল বাতাস, বংলাৱ সোনাৱ ফসল,
হেলে দুলে ডাকছে মোরে
করছে আহ্বান দুহাত বাড়িয়ে ।
এই  যে তুমি যাবে!  যাবে মোর সাথে।


আবার ওই  শোনা যায়
কোকিলের কুহু কুহু তান
সে যে বলছে যেতে তার কাছে আমায়।
যেথায় সকালে ঘুম ভাঙে পাখিৱ কূজনে
আৱ শিশিৱ ভেজা সবুজ ঘাস ফুলেৱা
লুটিয়ে দেয় ধুইয়ে আমাদেৱ ওই ৱাতুল চৱণ ।


আবার কলসি কাঁকে সাঁঝ বেলাতে
মেয়েরা সব যায় নদীর ঘাটে
যখন সূর্য্যি মামা দেয় পারি নদীর কিনারাতে।
এমন মন হরন দৃশ্য দেখে মন যে হল উদাসী।
তাই তো তোমায় বলছি যেতে.....
তুমি যাবে ! যাবে মোৱ সাথে
এমন অপৱূপ  প্রকৃতি মায়েৱ দৃশ্য দেখতে
তাৱ স্বাদ নিতে ....
এই বাংলা মায়েৱ অপাৱ মহিমা
তাই এই বাংলা মা যে মিশে আছে
সবাৱ মনে প্রাণে ।
বলি যে তাই তোমাৱে ...
যাবে ! যাবে মোৱ সাথে
এই ..যাৰে যাবে মোৱ সাথে
ওপাৱ বাংলাতে ।
মন হারাতে ।


                বৃষ্টি মণ্ডল
             (বনি)