মন মোর কাঁদে মেঘের ও সঙ্গী হয়ে
মরমে পষিল কতই না যাতনা বধূ।
তবুও অভিমানী মন চায় যে হারাতে
কাল মেঘের কোলে ঢাকতে নোনা জল।


কোন খানে কোন পথে গেলে
পাব তারে আবার ফিরে।
অভিমান ভুলে মিলিব কবে বধূ সনে।
কেন যে করিলাম মান সখী......হায়!


সখী- আর কি ফিরে পাবি তারে এত সহজে
যাবার বেলায় ডাকতিস যদি চেয়ে।
তবে যে চলে গেছে চলে যাক
শুধু তার স্মৃতিটুকু পড়ে থাক
বিরহি পাপিয়া কাঁদে অশ্রু নদীর তীরে ।


হায়!  বিবাগি বিরহ মন মানে না যে আর
বধূর ও লাগিয়া অভিমানী মন যায় ছুটিয়া....
কেমনে রব এ ঘর রচিয়া সখা বিনে.......
বল সখী.... বল মোরে।


                              বৃষ্টি মন্ডল
                                   (বনি)