তোমার মনেও অবিশ্বাস্যের ঝড় ওঠে -
এলোমেলো করে তোমার অতীতের ইতিহাস।
আচ্ছন্নতায় ডুবে যেন কাকে খুঁজে চলেছে ওই দুটি চোখ
-হঠাৎ সেই খয়েরি রঙের বেড়ালটা আবারও
দরজার কাছে এসে দাঁড়িয়েছে,
বদলে যাওয়ার সময়কে দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থাকতে বাধ্য করেছে।
ঝড়ো হাওয়ায় মিলিয়ে যেতে যেতে জানালার গ্রীলে আটকে পড়েছে।


ভূমিকম্প হল - ভূমিকম্প .... না
খাটের পাশে রাখা জল কাঁপেনি -
কেঁপে উঠল অন্তর শরীর -
আগন্তুক বুকে একটা উপচে ওঠা ঢেউ আছড়ে পড়ল সজোরে - উফ্
বোধহয় অঙ্গীকার ভেঙে হাজারটা প্রশ্ন ছায়াপথ অতিক্রম করল‌।


প্রেমের অন্তরালে চক্রান্তের এক চক্রব‍্যূহে তুমি....
অন্ধকারে রক্ত ভুলেছে যেন উষ্ণতার খোঁজ,
প্রমাণ না রাখা প্রেমিকার ঝুলন্ত লাশ ....
ভাল থাকুক প্রেমী - আর -
নীরব সম্পর্কের রাত্রি যাপন হোক কারাগারে।
ভেসে যাচ্ছ তুমি এবং ভিজে যাচ্ছ এক অদ্ভূত অসম্ভবে -
কিন্তু বৃষ্টির পূর্বাভাস একদমই ছিল না তাই ভিজে যাওয়াটাও নিশ্চিত হয়েছে।