মা গো তোমার রূপের বিভায়
                 সুধার খনি পাই,
      এমন মনোহরন রূপ যে তোমার
                তুলনা যাহার নাই ।
       কত  রূপের  মায়ায়  তুমি  
                    মনোমহিনী
      ত্রি -নয়নী মা গো আমার
                    জগৎ জননী।
      কত রূপ যে অঙ্গে তোমার
                    বিশ্ব রূপিনী
      শক্তি রূপে কালী মাতা
                   করাল বদনী ।
     দুর্গা রূপে মা গো আমার
                 দুগর্তি নাশিনী,
     লখ্মী-মাতা  রূপে  তুমি -
                 বিষ্ণু বিলাসিনী  
     খ্খুধার  অন্ন  জোগাও মা গো
                  জগৎ পালিনী ।
     বিনাপানি  রূপে আমার
                   বিদ্যা দায়নী
    হে মা শান্তি রূপা মহাশ্বতা
                    মরাল বাহিনী
      তারা মাতা রূপে তুমি -
                   বিপদ তারিণী
     মহামায়া মা যে আমার
                  ভব তারিনী।
     চন্ডীগড় মাতা শীতলা আর -
                মা মনসা নামে,
     ষোড়শী মা আর ধুমাবতী
                 কামাখ্যা সুন্দরী
     বগলা মুখী ছিন্ন মস্তা-
                 মা ভূবেনশ্বরী।
     জগদ্ধাত্রী   জগন্ময়ী
                   হে মা যোগমায়া
    তার ও সকল পৃথ্বী জীবে
                  দে মা পদচ্ছায়া।


                                 বৃষ্টি মণ্ডল