সোনালী রোদ্দুরে আয় কে যাবি
                         হারাতে  যে মন।
শয়নে-স্বপ্নে নিদ্রায়-জাগরণে যাব হারিয়ে
                        পাবে না খুঁজে তখন।।
বৃষ্টি হারা ঐ নীল মেঘে যাব যে ভাসিয়ে
                       বিলিয়ে দেব মন।
আলো আঁধারে খেলবো মোরা
                       পাবে না ধরতে তখন।।
জীবনের যত গ্লানি- বিষন্নতা দুঃখ -নিরাশা
                       দেব বিদায় মুছে ধুয়ে।
সোনালী রোদ্দুরে দেব যে
                       সব কিছুই রাঙিয়ে ।।
আঁকা - বাঁকা পথে চলবো মোরা
                        উল্লাসিত মনে।
জীবনের ভাষা জানাব তাকে
                        ঐ উজ্জ্বল গগনে।


                                বৃষ্টি মন্ডল
                                      (বনি)