চলে যাচ্ছে স্বপ্ন আমায় ছেড়ে,
            আমাৱ চোখেৱ সামনে।
শুনছে না কথা যতই বলছি যাস না ৱে একটু থামৱে......
যাওয়াৱ সময় বলে যাচ্ছে - হব না আৱ পূর্ণ তোমাৱ স্বপ্ন !
তোমাৱ হৃদয় কৱে যাচ্ছি আমৱা আজ শূন্য।
বুক ফাটিয়ে কান্না এলেও তোমায় হবে হাসতে,
মে-যে-তুমি- তোমাৱ স্বপ্ন অন্য কেউ বাঁচবে।
ভালবাসা কম পাবে না সবাই বাসবে ভাল।
কিন্তু পরের পছন্দে সারা জীবন তোমায় হবে সাজতে।।
কারো এতো সময় হবে না যে তোমার স্বপ্ন বুঝবে -
এখন বাবা -মা, পরে স্বামী তোমায় খুঁজবে ঘরেই।
তুমি ঘরের আসবাবপত্র; ঘরেই হবে থাকতে!
সারাটা দিন আগুনের সামনে বসে হবে রাঁধতে।
তখন যদি কেউ জিজ্ঞাসা ক'ৱে প্রশ্ন কৱে-           তোমাৱ স্বপ্ন কি?
তুমি বলবে - স্বপ্ন পূর্ণ হওয়ার শুধু গল্পই শুনেছি।
দেখেছি -, ভেবেছি, পূর্ণ হওয়ার চেষ্টা ও করেছি-         কিন্তু  
হাতছানি দিয়ে চলে গেছে সে,  আর কভু আসেনি ফিরে।।


                                    বৃষ্টি মণ্ডল
                                     (বনি)